জেনে নিনপৃথিবীতে জীবন্ত ১৪ জন সুপারক্লাস প্রোগ্রামার

আজ আপনাদের সংগে পরিচয় করিয়ে দিব
প্রিথিবর জিবন্ত ১৫ প্রোগ্রামার দের..
বর্তমান সময়ে পৃথিবীতে অশংখ্য প্রোগ্রামার তৈরি হচ্ছে, যাদের অনেকেই অনেক ভালো মানের প্রোগ্রামার। কিন্তু মিলিয়ন ডলারের প্রশ্ন হচ্ছে “জীবিতদের মধ্যে কে পৃথিবীর সর্বশ্রেষ্ট প্রোগ্রামার” । সত্যিই এমন কোন পন্থা নেই , যা বলে দিতে পারে কে বর্তমান সময়ের সর্বশ্রেষ্ট প্রোগ্রামার।  এককভাবে আমরা নির্বচন করতে না পারলেও এমন অনেকেই আছেন যাদের সৃষ্টি, কর্মকান্ড আর দক্ষতা প্রমান করে যে তারাই বর্তমান পৃথিবীর সুপারক্লাস প্রোগ্রামার। আজ আপনাদেরকে এমন ১৪ জন জীবন্ত ১৪ সুপারক্লাস প্রোগ্রামারদের সাথে পরিচয় করিয়ে দেব।

জন স্কিট (Jon Skeet)

যে কারণে বিখ্যাত: স্ট্যাক ওভারফ্লোতে অবদানকারীদের মধ্যে জীবন্ত কিংবদন্তি।
অবদান এবং সম্মাননা: তিনি একজন গুগল ইঞ্জিনিয়ার এবং C# in Depth এর লেখক। তিনি স্ট্যাক ওভারফ্লোতে গড়ে প্রতি মাসে ৪৫০ এর অধিক  প্রশ্নের উত্তর দেন, তাই স্ট্যাক ওভারফ্লোর সর্বকালের সর্বোচ্চ রিপুটেশন স্কোর তার ঝুলিতে।কেউ কেউ তার সম্পর্কে মন্তব্য করেন যে “ জন স্কিট এমন একজন প্রোগ্রামার যার লেখা কোড যখন কম্পাইলার কম্পাইল করতে ব্যার্থ হয় তখন কম্পাইলার তার নিকট ক্ষমা চায়” অথবা “জন স্কিট কোডিং এর কোন নিয়ম অসুসরণ করেন না, তিনি যা লেখেন তাই কোডিং এর নিয়ম” ।

গেন্নাডি কোরোতকেভিচ (Gennady Korotkevich)

যে কারণে বিখ্যাত: কম্পিটিটিভ প্রোগ্রামিং এর বিস্ময় বালক।

অবদান এবং সম্মাননা: আন্তর্জাতিক ইনফোরম্যাটিক অলিম্পিয়াড এর সর্বকনিষ্ঠ অংশগ্রহণকারী। তিনি যখন প্রথম আন্তর্জাতিক ইনফোরম্যাটিক অলিম্পিয়াডে অংশ গ্রহণ করেন তার বয়স ছিলো মাত্র ১১ বছর এবং এই প্রতিযোগিতায় 2007 সাল থেকে 2012 সাল পর্যন্ত টানা ৬ বার স্বর্ণ পদকপ্রাপ্ত হন। তিনি 2013 সালের ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (ACM) এবং 2014 সালের ফেসবুকের হ্যাকার কাপ বিজয়ী দলের অংশ ছিলেন। তিনি এখন পর্যন্ত Codeforces  এ  প্রথম এবং  TopCoderএর র‌্যাঙ্কিং এর ২য় স্থানে আছেন। তার অপর নাম তাওরিস্ট (tourist)  ।Nuka Shrinivas Rao তার সম্পর্কে বলেন “তাওরিস্ট একজন জিনিয়াস” ।

লিনাস টরভেল্ডস(Linus Torvalds)

যে কারণে বিখ্যাত: ওপেন সোর্স অপারেটিং সিস্টেম লিনাক্সের স্রষ্টা।


অবদান এবং সম্মাননা: লিনাক্স কার্নেল এবং একটি ওপেন সোর্স ভার্সন কন্ট্রোল সিস্টেম Git তৈরী করেন।তিনি  1998 সালের EFF Pioneer Award , 2000 সালের ব্রিটিশ কম্পিউটার সোসাইটির Lovelace পদক, 2012 সালের মিলেনিয়াম টেকনোলজি প্রাইজ এবং IEEE কম্পিউটার সোসাইটি এর কম্পিউটার পায়োনিয়ার এওয়ার্ড সহ অসংখ্য পুরস্কার ও সম্মান, বিজয়ী । এছাড়াও 2008 সালে কম্পিউটার হিস্ট্রি মিউজিয়ামের হল অব ফেলোস এবং 2012 সালে ইন্টারনেট হল অফ ফেম হিসেবে অভিষিক্ত হন।

জেফ ডিন ( Jeff Dean )

যে কারণে বিখ্যাত: তাকে বলা হয় গুগল সার্চ ইন্ডেক্সিং এর পেছনের মস্তিস্ক।

অবদান এবং সম্মাননা: গুগলের অনেক গুলো লার্জ-স্কেল ডিসট্রিবিউটেড সিস্টেম ডিজাইনে সহযোগিতা করেছেন এবং বাস্তবায়নে কাজ করেছেন, যেমন ওয়েবসাইট ক্রলিং, ইন্ডেক্সিং এবং সার্চিং, অ্যাডসেন্স, MapReduce, BigTable  এবং Spanner । 2009 সালে ন্যাশনাল একাডেমি অব ইঞ্জিনিয়ারিং থেকে নির্বাচিত হন। 2012 সালে ACM’s SIGOPS Mark Weiser Award এবং কম্পিউটার সাইন্সে  ACM-Infosys Foundation Award    পান।

জন কারমাক (John Carmack)

যে কারণে বিখ্যাত: তিনি ১৯৯৩ সালের জনপ্রিয় হরর টাইপের সাইন্স ফ্রিকশন  ফাস্ট-পারসন শুটার গেম DOOM এর শ্রষ্টা।

অবদান এবং সম্মাননা: তিনি আমেরিকান ভিডিও গেম ডেভেলপমেন্ট কোম্পানী id Software এর সহ-প্রতিষ্ঠাতা এবং Wolfenstein 3D, DOOM এবং Quake এর মত জনপ্রিয় ফাস্ট-পারসন শুটার গেম সমূহ তৈরি করেন। কম্পিউটার গ্রাফিক টেকনিক, এডাপটিভ টালি রিফ্রেস, বাইনারি স্পেস পার্টিশনিং এবং সার্ফেস কেচিং এ বিশেষ অবদান রাখেন। Academy of Interactive Arts and Sciences Hall of Fame অভিষিক্ত হন ২০০১ সালে এবং ২০১০ সালে Game Developers Choice Awards অর্জনের মাধ্যমে  লাইফ টাইম অ্যাচিভমেন্ট এওয়ার্ড  পান ।
Dniblock বলেন “Wolfenstein 3D, Doom এবং Quake সেই সময়ের সাড়া জাগানো গেম ছিলো এবং গেম ডিজাইনারদের একটা প্রজন্মকে প্রভাবিত করেছিলো” ।
জন কারমাক সম্পর্কে Chris Morris বলেন ” সে হচ্ছে কম্পিউটার কোডিং এর Mozart” ।

রিচার্ড স্টলম্যান (Richard Stallman)

যে কারণে বিখ্যাত: Emacs, GCC এর এর শ্রষ্টা।

অবদান এবং সম্মাননা: GNU Project প্রতিষ্ঠা করেন  এবং এর বিভিন্ন কোর টুলস যেমন Emacs, GCC, GDB এবং GNU Make  তৈরি করেন ।এছাড়াও তিনি  Free Software Foundation প্রতিষ্ঠা করেন । ১৯৯০ সালে ACM’s Grace Murray Hopper Award  এবং ১৯৯৮ সালে EFF’s Pioneer Award লাভ করেন।

পিটার মিত্রেচেভ(Petr Mitrechev)

যে কারণে বিখ্যাত: সর্বকালের শীর্ষ কমপিটিটিভ প্রগ্রামারদের মধ্যে একজন।

অবদান এবং সম্মাননা: তিনি ইনফোরম্যাটিক আন্তর্জাতিক অলিম্পিয়াডে (2000, 2002) এ দুই সময়ের স্বর্ণ পদক বিজয়ী। 2006 সালে গুগল কোড জ্যাম জিতেছেন এছাড়াও TopCoder ওপেন অ্যালগরিদম চ্যাম্পিয়ন ছিলেন। এছাড়াও তিনি ফেসবুকের হ্যাকার কাপ (2011, 2013) এর দুই সময়ের বিজয়ী । এখন পর্যন্ত তিনি    TopCoder  এবং  Codeforces  উভয় যাগাতেই র‌্যাংকিং এ এ ৪র্থ  স্থানে আছেন।

ফেব্রিচি বেলার্ড (Fabrice Bellard)

যে কারণে বিখ্যাত: QEMU এর শ্রষ্টা ।

অবদান এবং সম্মাননা: QEMU, হার্ডওয়্যার এমুলেশন এবং ভার্চুয়ালাইজেশনের জন্য একটা প্লার্টফর্ম,  মাল্টিমিডিয়া তথ্য পরিচালনা করার জন্য FFmpeg ,Tiny C Compiler এবং LZEXE,একটি এক্সিকিউটেবল ফাইল কম্প্রেসার সহ সুপরিচিত ওপেন সোর্স সফ্টওয়্যার প্রোগ্রাম সমূহ তৈরি করেন।  2000 ও 2001 সালে Obfuscated C Code Contest এবং 2011 সালে Google-O’Reilly Open Source Award  বিজয়ী হন। সর্বোচ্চ সংখ্যক ডিজিট পর্যন্ত পাই এর মান গণনাকারী হিসেবে সাবেক বিশ্ব রেকর্ডের অধিকারী ছিলেন।
Pavan Yara বলেন “Fabrice Bellard বিশ্বের সবচেয়ে উৎপাদনশীল প্রোগ্রামারদের একজন” ।

ডয়াগ কাটিং (Doug Cutting)

যে কারণে বিখ্যাত: Lucene এর শ্রষ্টা ।

অবদান এবং সম্মাননা: তিনি Lucene সার্চ ইঞ্জিন তৈরি করেন, পাশাপাশি Nutch, একটি ওয়েব ক্রলার, এবং Hadoop, এক সেট টুলস তরি করেন  বৃহৎ তথ্য সেট বন্টন প্রক্রিয়াকরণ করার জন্য । তিনি ওপেন সোর্সের একজন একটি শক্তিশালী প্রবক্তা (Lucene, Nutch এবং Hadoop সব ওপেন সোর্স হয়)। বর্তমানে তিনি এ্যাপাচি সফটওয়্যার ফাউন্ডেশনের একজন পরিচালক।

ডোনাল্ড নাথ (Donald Knuth)

যে কারণে বিখ্যাত: The Art of Computer Programming বই এর লেখক ।

অবদান এবং সম্মাননা: প্রোগ্রামিং তত্ত্বের উপর বই লিখেছিলেন।  TeX ডিজিটাল টাইপসেটিং সিস্টেম তৈরি করেন।  1971 সালে ACM’s Grace Murray Hopper Award এর প্রথম বিজয়ী ছিলেন তিনি।  এছাড়া 1974 সালে A. M. Turing , 1979 সালে National Medal of Scienceএবং 1995 সালে IEEE এর John von Neumann Medal. লভ করেন ।

এন্ডারস হিজলসবার্গ (Anders Hejlsberg)

যে কারণে বিখ্যাত: Turbo Pascal এর স্রষ্টা ।

অবদান এবং সম্মাননা: Turbo Pascal এর প্রধান উদ্ভাবক ছিলেন তিনি , যা ছিলো সবচেয়ে জনপ্রিয় একটা পাস্কাল কম্পাইলার এবং এটাই প্রথম ইন্ট্রিগ্রেটেড ডেভলপমেন্ট এনভাইরনমেন্ট(IDE)। পরবর্তীতেDelphi, Turbo Pascal’s successor  তৈরীর নেতৃত্ব দেন।  সি # এর প্রধান ডিজাইনার এবং স্থপতি ছিলেন তিনি। 2001 সালে Dr. Dobb’s Excellence in Programming Award লাভ করেন।
 

কেন থম্পসন (Ken Thompson)

যে কারণে বিখ্যাত: Unix এর স্রষ্টা ।

অবদান এবং সম্মাননা: ডেনিস রিচির এর সাথে তিনি ছিলেন Unix এর সহ-উদ্ভাবক। B programming languageUTF-8 character encoding schemeed text editor  এর উদ্ভাবক এবং  Go programming language এর সহ – ডেভেলপার ছিলেন তিনি। 1983 সালে ডেনিস রিচির এর সাথে A.M. Turing Award, 1994 সালে IEEE কম্পিউটার পায়োনিয়ার এওয়ার্ড এবং 1998 সালে National Medal of Technology লাভ করেন। 1997 সালে তিনি কম্পিউটার হিস্ট্রি মিউজিয়ামে ফেলো হিসেবে অভিষিক্ত হন।
 

এডাম ডি’এনজেলো (Adam D’Angelo)

যে কারণে বিখ্যাত: Quora সহ- স্রষ্টা ।

অবদান এবং সম্মাননা: ফেসবুক এর একজন ইঞ্জিনিয়ার হিসাবে, তিনি ফেসবুকের নিউজ ফিডের জন্য প্রাথমিক কাঠামো নির্মান করেন। Quora ছাড়ার আগেই তিনি  ফেসবুক এর চিপ টেকনোলজি অফিসার এবং ভাইস প্রেসিডেন্ট হন।  2001 সালে একটি উচ্চ বিদ্যালয়ের ছাত্র হিসাবে ইউ এস এ কম্পিউটিং অলিম্পিয়াড এ অষ্টম স্থান লাভ করেন। 2004 সালে ACM ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টে  রৌপ্য পদক বিজয়ী ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি দলের সদস্য ছিলেন। 2005 সালে Topcoder কলেজিয়েট চ্যালেঞ্জ এর   অ্যালগরিদম কোডিং কম্পিটিশনের ফাইনালিস্ট ছিলেন।
 

সঞ্জয় জিমাওয়াত(Sanjay Ghemawat)

যে কারণে বিখ্যাত:গুগল স্থপতিদের অন্যতম একজন।

অবদান এবং সম্মাননা:গুগলের অনেক গুলো লার্জ-স্কেল ডিসট্রিবিউটেড সিস্টেম ডিজাইনে সহযোগিতা করেছেন এবং বাস্তবায়নে কাজ করেছেন, যেমন MapReduce, BigTable, Spanner এবং  Google File System । তিনিUnix’s ical calendaring systemতৈরি করেন।2009 সালে ন্যাশনাল একাডেমি অব ইঞ্জিনিয়ারিং থেকে নির্বাচিত হন। 2012 সালে কম্পিউটিং সাইন্সে  ACM-Infosys Foundation Award   বিজয়ী হন।
—————————————————————————————————

একটি মন্তব্য পোস্ট করুন